স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ৩,০০০ টাকা (তিন হাজার টাকা) নির্ধারিত টেস্ট ফি পরিশোধ-ক্রমে আইদেশি ল্যাবরেটরি বিদেশগামী যাত্রীদের গলা ও নাকের গভীর থেকে সংগৃহীত নমুনা আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষার মাধ্যমে এই টেস্ট করে থাকে। তবে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই পরীক্ষা করার সুযোগও রয়েছে।
প্রতিদিন সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত নমুনা সংগ্রহ করে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রদান করা হয়। আপনি পরীক্ষাটি আইদেশি ল্যাবরেটরিতে করার সিদ্ধান্ত নিয়ে থাকলে, মোবাইল ব্যাংকিং (বিকাশ) এর মাধ্যমে এই নাম্বারে (+৮৮০১৭৮৫৩৮৫৬৫৫) টেস্ট ফি ৩,৫০০ টাকা প্রদান করে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন এবং নিচের সংযুক্ত ফর্মটি ডাউনলোড ও পূরণ করে
- পুরনকৃত ফর্মটির স্ক্যান কপি
- আপনার পাসপোর্ট এর স্ক্যান কপি
- আপনার টিকিট এর স্ক্যান কপি
- আপনার পছন্দসই পরীক্ষার দিন, তারিখ ও সময়
- এবং টেস্ট ফি প্রদানের প্রমান স্বরূপ আপনার বিকাশ লেনদেনের TRX ID (যদি ব্যাক্তিগত একাউন্ট হয়) অথবা বিকাশ এজেন্টের নাম্বার
এই ইমেইল অ্যাড্রেসটিতে পাঠানঃ covid-19@ideshi.org
কোভিড-১৯ নমুনা সংগ্রহ ও পরীক্ষা (RT-PCR) ফর্ম
সঠিকভাবে মাস্ক পরিধান সহ অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে পরীক্ষার জন্য আসুন নিম্ন বর্ণিত ঠিকানায়।
১) বাসা-৭ (৩য় তলা), লেইন-২, এভিনিউ-৫, তালতলা, মিরপুর-১১, ঢাকা-১২১৬
২) হোসাফ হাই টাওয়ার (৯ম তলা), বীর উত্তম এ কে খন্দকার সড়ক, ৯ মহাখালি বা/এ, ঢাকা-১২১২
বিঃ দ্রঃ- এ ছাড়াও অন্যান্যদের জন্য বাসা থেকে COVID-19 টেস্টিং এর জন্য নমুনা সংগ্রহ করা হয়
If you want to read the above in English, please click here